যদি আমি হরিয়ে যাই কখনো,খুঁজে ফেরো তুমি আমায়
জোসনার অই নীল চাদরে,আকাশের তারার ভীড়ে
আমি যাব না অতদূর,যেখানে তোমার ছায়া নেই,
যেখানে তোমার অস্তিত্ব নেই।
কান্নার জল সবাই দেখেহৃদয়ের কষ্ট কেও দেখে নাহ
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে
না পাওয়ার বেদনা সারাজীবন ও ভুলা যায়না
যে পথে তোমার সাথে রোজ হতো দেখা
সেই পথে আজ আমি আছি একা
যে আমিতে ছিলে তুমি ছিলনা আর কেউ
সে মনে আজ শুধু বেদনার ঢেউ
যে চোখে প্রতিরাতে স্বপ্নে ছিলে তুমি
সে দু,টি চোখ আজ ভাসে শুধু জলে
যে আশা ছিল আমার
জীবনে অনেক কিছু চাওয়ার থাকে
অনেক কিছু পাওয়ার থাকে সবেই বেদনার।
যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'।
গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে-কোন সম্পর্কেরই রঙ হারিয়ে যায়।