এক অচেনা অজানা ঠিকানায়,
জীবন তরী বয়ে যায়।
প্রতিটি মানুষের চাওয়া ও পাওয়া,
সকিয়তা আছে, আনন্দ এবং বেদনা।
সুখের প্রত্যাশা, দুঃখের হতাশা,
জীবনের গুছানো গল্প, এক অগোছালো কথা।
মেনে নেওয়ার না নেওয়ার দ্বন্দ্ব,
শিখতে হয় অনেক,
অজানাই রয়ে যায় অনেক কিছুর নিখুঁত গায়।
এই জীবনের বৃথা সাথে,
কবিতার লেখা আমি সাজাই হাতে।