ওইযে নিজেকে হারিয়ে ফেলার যে ব্যাপারটা!
ভয়ঙ্কর পরিবর্তন,আর চিন্তে না পারা !
যার অতীতের সাথে কোনো সঙ্গতি নেই
আগের মতো ছটফটে মেয়েটি
সারা ক্যাম্পাসে জুড়ে উড়ে বেড়াতো।
যাকে অনেকেই বলতো তোর কি বাসায় কাজ নেই?
হঠাৎ সেই মেয়েটি কি একটা হলো
কেনো জানি পাখির মতো উড়তে ইচ্ছে হলো না
পাখাগুলোর মাঝে যেনো মোটা গঠনের মরিচিকা বসে গেলো।
যার চোখে মুখে কি জানি ক্লান্তির ছাপ,
কিন্তু মেয়েটি জগত সংসারে আর কাজ করতে পারে না
দিন দিন যেনো মেয়েটির পঙ্গুত্বের অভিশাপ লেগে গেছে।