এভাবেই একদিন ফুরিয়ে যাবে
সমস্ত কোলাহল, আয়োজন।
শিশিরের শব্দের মত
ঝরে যাবো অকস্মাৎ নিরবতা
আহত সুরের মতোন কোনো
এক মেঘের গহীনে,
হারিয়ে যাবে একাকী মুসাফির জীবন!
সময় তবু থেমে রবে না,
ফোঁটা ফোঁটা বৃষ্টির ভেতর
রয়ে যাবে প্রস্থান শোক....।