একাকিত্বই যদি হয় সুখ সন্ধানের জীবনদর্শন
তবে মোরা স্বজনসকাশে পেতে চাই সেই সুখের দর্শন।
ক্ষণিকের তরে হয়তবা কভু দেখা মেলে তার,
হারিয়ে যাবার তরে আসেনা ফিরে আর ভরিয়া তুলিতে
সুখের ডালাটি মোর।
সুখের পায়রা উড়ে যায় দূরে ছাড়িয়া আঙিনা মোর।
জীবন নামের কড়া লিকারের কফির পেয়ালা মোর
পান করে যেতে হবে বাকীটা সময়,একাকী জীবনভর।
তবু বলে যাব আমি,এই তো বেশ আছি
কফির পেয়ালা হাতে ,একাকিত্বের সাথে,
একাত্ব হয়ে মিলিতে সেই অজানার সাথে
শেষ। যদিও কখনো ফিরে এসে একাকিত্ব ভোর,
সাজিয়ে রেখে দিবো আমার ঐ গহীনের মনের ভিতর।
তবুও ও বলিবো একাকিত্ব আমায় রেখে দিও সেই চায়ের স্নিগ্ধা কফির কাপে উড়িয়ে দিয়ে বলিব।
আমি একাই ঢের সাহসিকতার মাঝে থাকিব
আর বলিব কফির পেয়ালা আমি চাই।