প্রত্যেক মুহুর্তে মুহুর্তে অনুভূতি হওয়া
এই নিঃসঙ্গতা- নিঃস্ব অস্তিত্বহীনতা,
হৃদয়ের এই কাতর যাতনা,
এই ক্ষণে ক্ষণে ব্যাকুলতা,
নিজেকে বিলীন করে দেয়া
বারে বারে দেখার তারে প্রাণের মনিলতা
যদি এইসব কিছু ভুলে যাই একদিন
জীবনের সাথে হৃদয়ের আজ কেন অবহেলা।
এই অকারণে ভেজা চোখ
এই একা একা হাসি,
অজান্তে আনমনে ভালোবাসি'।।
এই জানালায় চেয়ে থাকা
এই অস্বস্তির একা লাগা,
এই রাত ভর তারা গোনা
তারে ভেবে গান শোনা,
নিশ্চিত নিরাশায় প্রতীক্ষার প্রহর গোনা।।
এই মুখরতা বুক ভারী
এই নির্বাক হাহাকার
একদিন ভুলে যায় মানুষ ?
যদি সব কিছু কেড়ে নেয় কাল,
সময়ের নির্মম হাত যদি মুছে দেয়,
সব নিদারুণ প্রিয় অনুভূতি তার
ভালবাসা কি কাল আর মায়ার
গোপন বৈঠকে করা
কোনো জঘন্য প্রতিশ্রুতি তার।।