নিজের উপর বিরক্ত হয়ে গেলে
মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে।
কাউকে কিছু বলতে পারে না,
কারণ নিজের বিরক্তির কারণ যখন আমি নিজেই!

কোথায় যাবেন?
কাকে বলবেন?
কার বিরুদ্ধে অভিযোগ করবেন?
সব ছেড়ে নিজের কাছে ফিরে এসে
দেখলেন আপনি নিজেই আপনার মন মতো না।
নিজে নিজের মন খারাপের কারণ হয়ে
উঠলে মানুষের জন্য কোন সমাধান থাকে না।
নিজে নিজেকে বুঝতে না পারাটা সবচেয়ে বড় অসহায়ত্ব!