ব্যর্থ হওয়া মানে এই নয়
যে তুমি হেরে গেছ,
ব্যর্থ হওয়া মানে এই
যে তোমার সফলতা হবে নিখুঁত।
তুমি বারবার ব্যর্থ হও
তবে তুমি অনেক কিছু
জানতে পারবে শিখতে পারবে।
তুমি বারবার ব্যর্থ হও
তবে তুমি মানুষ চিনতে পারবে,
মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।
তুমি ব্যর্থ হবে বারবার
তবে তুমি হতে পারবে বিখ্যাত।
ব্যর্থতার দাবলে তুমি পুড়ে যেও না
তোমাকে যে অনেকটা পথ পাড়ি দিতে হবে,
অনেক কিছু দেখিয়ে দিতে হবে এই বিশ্ব।
তোমাকে ব্যর্থ হতেই হবে
ব্যর্থতা তোমার প্রাপ্য।
তবে তুমি নিরাশ হইয়ো না
তোমাকে যে ধরা দিবে সেরা সাফল্য।
তুমি ব্যর্থ হও বারবার,
প্রকৃত আলোয় খুবই একা
আমি ভাবি অভাব সততা।
সফলতা এক দিন ধরা দিবে
প্রিয় হে আমার বিধাতা ।