যে তুমি হেরে গেছ ব্যর্থ হওয়া মানে এই
যে তোমার সফলতাটা হবে অনেক বড় ও নিখুঁত।
তুমি বারবার ব্যর্থ হও তবে তুমি অনেক কিছু
জানতে পারবে শিখতো পারবে।
তুমি বারবার ব্যর্থ হও তুমি মানুষ চিনতে পারব,
মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।
তুমি ব্যর্থ হবে বারবার তবে তুমি হতে পারবে বিখ্যাত।
ব্যর্থতার দাবানলে তুমি পুড়ে যেও না
তোমাকে যে অনেকটা পথ পাড়ি দিতে হবে,
অনেক কিছু দেখিয়ে দিতে হবো এই বিশ্বকে।
তোমাকে ব্যর্থ হতেই হবে ব্যর্থতাই তোমার প্রাপ্য,
তবে তুমি নিরাশ হইয়ো না।
তোমাকে যে ধরা দিবে সেরা সাফল্যটা
যেটা তোমার সাধ্যের ও বাইরে।।
তুমি ব্যর্থ হও বারবার।।