ব্যস্ত শহর !
দিন শেষে ভুলে যেও না
আমারো অস্তিত্ব এখনো বিলিন হয়নি!
আমারো সইতে হয় নানান যন্ত্রণা!
হয়তো মুখ ফুটে হাসি ছাড়া
তোমাদের মতো ব্যঙ্গ বাক্য বইতে পারিনা
তবে কি যন্ত্রণা গেলো জলে!
ব্যস্ত শহরে,কপাল ছুঁয়ে কেউ বলে না
কিরে গা গরমে পুড়ে জ্বলে গেলো বলে !
তবুও সেই গরম বইতে হয় দিনের পর দিন ,
হয়তো একটু আধটু দেখার ছলে কথা টুকু চলে
নইলে এই ব্যস্ত শহর,
প্রচুর স্বার্থপর!