বাবা আর মেয়ে নদী পার হচ্ছিল
নদীতে একটু ঢেউ বেশি ছিলো।
মেয়ে বাবার হাত ধরে যাচ্ছিলো,
তো মেয়ে হঠাৎ বলে উঠলো ,
বাবা তুমি আমার হাতটা ধরো।
বাবা বললো আমি ধরা আর
তুমি ধরা একি কথা বেটি।
তখন মেয়ে বললো বাবা
নদীর ঢেউ বেশি হলে,
আমার হাত থেকে তোমার
হাতটা ছুটে যেতে পারে।
কিন্তুু তুমি আমার হাত ধরলে
নদীর ঢেউ যতই হোক না কেন,
তোমার হাত থেকে আমার হাত ছুটবে না।
৷৷৷   আই লাভ ইউ বাবা   ৷৷৷