আমার নেই তুমি
আমার সুমদ্রেরে আছে ঢেউ  ।
যা শান্ত করে দেয় আমার
হৃদয় এর বিষন্নতার প্রবলকে ঢেউ,

আমার নেই তুমি
আমার একরাশ মেঘলা আছে বৃষ্টি ,
যা ভিজিয়ে দেয় আমার দুঃখকে
আর আনে জীবনে আনন্দ কিছুটা ।
  
আমার নেই তুমি
আমার নিস্তব্ধ রাতের দীর্ঘশ্বাস আছে
যা ভালােবাসে আমার আত্নসত্তাকে ।


আমি নেই আমাতে আর
হারিয়ে ফেলেছি আমি আমাকে
হারিয়ে ফেলেছি নৈঃশব্দের ঘ্রাণ,
যেথায়,তোমারা উড়াও ব্যক্তিগত প্রান ।

আমি নেই আমাতে আর
হারিয়ে ফেলেছি হৃদয়তন্ত্রীতে মম প্রতিছব্বি,
সেথায় আমি খুঁজি-ফিরি তোমাকে পাইনা প্রিয় কবি ।

তোমার বুকে খুঁজি মাথা পাই নাহ খুঁজে কুল।
আমি কবি বড়ই ব্যাকুল তোমাকে না পেয়ে করেছি ভুল ।