প্রতারণায় যতটা শ্রম দাও
ততটা শ্রম যদি ভালোবাসায় দিতে
ঠিকই প্রকৃত ভালোবাসাগুলো পেতে।
বিশ্বাস করে ঠ'কা
কিন্তু কখনো কাউকে বুঝতে নাহ দেওয়া,
শুধু ভালো থাকার অ'ভি'ন'য়ে রোজ
অ'ভি'ন'য় করা।
"প্রয়োজন ব্যতীত কেউ তোমার খবর রাখবে না
তুমি যার কাছে যতটা প্রয়োজন,
তার কাছে তোমার গুরুত্বটাও ঠিক ততটুকু
জীবনকে ভালোবাসো
মানুষের দাসত্ব করার জন্য তোমার জন্ম হয় নি, দায়িত্বশীল হতে গিয়ে দাসত্ব গ্রহণ করো না,
নিজেকে একবার বিলিয়ে দিলে মানুষ তোমাকে বিলীন করে দিবে।
শূন্যতায় ডুবে না গিয়ে শূন্যতা কে মুঠো পুরে নেও।
ভা'লো রাখতে হলে আ'গে
ভালো থাকতে হয়!
ভালো'বাসতে হলে আগে
নি'জেকে ভালো'বাসতে হয়।
এ'কটা মা'নুষ চেয়েছিলাম,
যে মা'নুষটা আ'মাকে ছাড়া কিছুই বুঝবে না!
আ'মার মন খা'রাপের মু'হূর্তে -
পুরো পৃ'থিবীকে এক পাশে রেখে আমার-
মন ভালো করা নিয়ে ব্যস্ত থাকবে।
জগতে কোনো সম্পর্কই স্থা'য়ী নয়!
একদিন না একদিন সব সম্পর্ক
বি'চ্ছি'ন্ন হয়ে যাবে!
মৃ'/ত্যু*'ই তার আসল