ছোট্ট ছোট্ট পা নিয়ে আজ
তিয়াত্তরটি বছর,
পেরিয়ে এলো সগৌরবে
সব পেয়েছির আসর ।
কত ঝঞ্ঝা, আয়লা, তুফান
আটকে ছিলো পথ,
পারলো নাকো রুখতে তবু
স্বপন বুড়োর রথ ।
নতুন নতুন পালক লেগে
মুকুট হলো শোভিত,
স্বেচ্ছার দৃঢ় কর্ম দেখে
জগৎ হলো মোহিত ।
শিশু পেলো খেলার মাঠ
হাসলো সবুজ ঘাস,
বিকেলটা তার বন্ধু পেলো
কী আনন্দ উল্লাস !!
স্বপন বুড়ো ,স্বপন বুড়ো
আমরা সাথেই আছি-
তোমার রথের ঘোড়া হয়ে
এগিয়ে নিয়ে যাচ্ছি ।