স্বপ্ন দেখেই বাঁচব আমি
ভাঙ্গুক যতই স্বপ্ন,
স্বপ্ন আমার আরেক জীবন
আশার মানিক রত্ন ।
স্বপ্ন দেখেই মেটাই স্বাদ
বাঁচার নানান ক্ষিদে,
বাস্তব যতই কঠিন হোক
স্বপ্নে সেইসব সিধে ।
স্বপ্ন ছাড়া আমার জীবন
অলীক স্বপ্নে বাস,
স্বপ্ন আমার আষ্টেপিষ্ঠে
জড়িয়ে বারো মাস ।
স্বপ্ন যদি নাই দেখি আর
বেঁচেই কিবা লাভ,
স্বপ্ন ছাড়া এই মাটির শরীর
পুরোটাই অভিশাপ ।
স্বপ্ন দেখতে টাকা লাগে না
লাগেনা কোনো ভায়া,
আমার রাজ্যে আমিই রাজা
ঈশ্বরের একি মায়া ।