যা ছিল একদিন আমার কাছে
প্রেরণা, উৎসাহের রত্ন আকর,
আজ- বঞ্চিত, নিরুপায়, অসহায় ,
লোকারণ্যে জ্যান্ত কবর । ।
বৃথা প্রচেষ্টা, জানি দাম নেই
তোমাদের কাছে,
তবুও চাই বাঁচতে, আদর পেতে
সকলের মাঝে । ।
বারবার নিজের দর্পনের সম্মূখিন হয়ে
প্রশ্ন করেছি,
জানি - সুবিচার, স্নেহ ফিরে পাবো,
আত্মা যে তোমায় সঁপেছি । ।
শুধু সময়ের অপেক্ষা, আজ নয় কাল,
নয়তো দীর্ঘ বছর,
এই ঘন কালোমেঘ সরবেই
আসবেই সুখবর । ।
সেদিন কত কিছুই যাবেই না পাল্টে !
হায় ! কিন্তু পাল্টাবোনা আমি,
দেখে নিও, যদি নাও থাকি বেঁচে,
কথাটা ছিলো কতই দামী । ।
মনের অনুশোচনার দ্বার ধাক্কা খাবে বারবার
পুরানো সময়কে ফিরে পেতে,
সেদিন পারবেকি তুমি আমার সামনে
হেসে হেসে পেরিয়ে যেতে ?