ওরে ভুবন, পুকুর পাড়ে
রামসীতার ওই বনের আঁড়ে
পুঁতেছি চারাগাছ ।
রোজ সকালে জল দিবি
আনা দুয়েক পয়সা নিবি
বড়ো হোক আমগাছ । ।
আদর যত্নে ভালোবাসায়
পৌছে গেছে শিখর চূড়ায়
প্রকৃতির রূপ বেশে ।
মিষ্টি হলুদ ফল ধরেছে
পাখিরা কলতান জুড়েছে
সুবাস গেছে ভেসে । ।
কর্তাবাবু বুক ফুলিয়ে
পাড়ার মোড়ে ছড়ি দুলিয়ে
বলেন জোরে হেঁকে ।
আমার গাছে ফল ধরেছে
কষ্ট আমার মান রেখেছে
রাখিস লিখে বুকে । ।
গাছ পুঁতেছি এই মাটিতে
যত্ন নিয়েছি দুই হাতেতে
তাই মোর অধিকার ।
মালীর শ্রমের মূল্য নেই
কষ্টের ফল পাবে সেই
এই তার আবদার । ।
যত্ন করে দিয়েছে সার
আগাছা করেছে পুরো ছারখার
ভেবেছে ছেলের মতো ।
মনের দুঃখ ভাগ করেছে
রোদ বৃষ্টির সাথে লড়েছে
দিনরাত শতশত । ।
কর্তা মালীর আদর যত্নে
ফল পরিণত আজ রত্নে
কর্তা মানতে নারাজ ।
হেয় করে সবার মাঝে
মালীর দুঃখ কেবা বুঝে
কর্তার এখন রাজ । ।
মালীর বড়ো দীন মন
তার কাছে সকলই স্বজন
ভালোবাসা সবই মিছে ।
সকল দুঃখ আঁকড়ে করে
কর্তার ইচ্ছায় বুকে ধরে
রইল মালী নীচে । ।