তুমি কি গিয়েছ ওই প্রান্ত
যেখানে ক্লান্ত হয়েছে সূর্য
কেঁদেছে মেঘ বৃষ্টির ধারায়,
করেছে যুদ্ধ দুইটি প্রাণ
আলোকের ছটায় ।
যেখানে প্রাণের দীপ নিভে যায়,
ওই প্রান্ত, যেখানে নিস্তব্ধ বাতাস
ফিরেছে মুখ,
শূন্যতায় করেছে জীবনভোগ,
গিয়েছ কি তুমি ?
আমি গিয়েছি তার কাছে,
তার দুই হাত বুকেটেনে করেছি আপন,
তাকে ডাকি ভাই বলে ।
তুমি ডেকেছো ?
পাহাড়ের গা বেয়ে যখন নেমে আসে
লাভার ধারা,
সেই লাভাকে কি তুমি চুম্বন করেছো ?
আমি করেছি ।
যে নদী স্রোত হারিয়ে
কেঁদে পড়েছে সেখানে
তুমি কি তাদের স্বান্তনা দিয়েছ ?
যখন মৃত্যু সবার হাত ধরে নিয়ে যায়
যমের কাছে
তখন, তুমি কি তাদের ভয় করেছো ?
তুমি কি দেখেছো তাকে ?
আমি দেখেছি সেই জগৎটাকে
শুনেছি তাদের মায়াভরা চিৎকার
করেছি তাদের আপন
- পৃথিবীর মায়া কাটিয়ে । ।