টিক্ টিক্ টিক্ ঘড়ির কাঁটায়
বাঁধা জীবন খাতা,
আলো কালির রঙিন পেনে
লেখা জীবন পাতা ।
সকালটা দুপুর সন্ধ্যা কাটে
নদীর স্রোতে বেয়ে,
রাত্রি কালো স্বপ্ন দেখে
আশার পথ চেয়ে ।
জীবনটা আজ নদীর মতো
স্বপ্ন হলো সাগর,
রুই, কাৎলা, ইলিশ ছাড়াও
আছে মস্ত হাঙর ।
টিক্ টিক্ টিক্ ঘড়ির সাথে
সময়টা যায় বেয়ে,
তোমার আমার সবার জীবন
সুখ দুখের গান গেয়ে ।