যন্ত্র যখন যন্ত্রণা হয়
মর্যাদা হয় হানি
মন্ত্র তখন কাজ করেনা
ভষ্মে ঢালি পানি ।

শুষ্ক যতো গাছের পাতা
আগুন লাগায় বনে
বন্ধু হোকনা মনের মানুষ
পালায় ছেড়ে রণে।

বলদ জোড়া চাষির ঘোড়া
অন্ন মুখে তোলে
চাবুকের মার খেয়ে খেয়ে
চক্ষু ভিজে জলে ।

সূর্যের তাপ শীতে মিঠে
গ্রীষ্মে ভীষণ জ্বালা
ইচ্ছে গুলো সুপ্তো থেকে
বুনে আশার মালা ।


চাঁদ সূর্যের লুকোচুরি
দিনরাত্রির জন্ম
সুখ দুখকে নিয়েই বাসা
সেবাই আমার কম্ম ।