কনকনে শীতে আজ প্রাণটা ওড়ে যায়,
শিখরের মুকুটটা সুন্দর দেখা যায় ।
পাখিগুলো বাসাতে
চুপিচুপি গানগায়,
হিমের গুড়ি পড়ে
রাস্তায় রাস্তায় । ।
খেজুর রস পেড়ে তারা উনুনতে জ্বাল দেয়
কনকনে শীতে আজ দাঁতগুলো শান দেয়।
চারিদিকে কুয়াশা
ঘনকালো বাতাসে,
শিশির বিন্দুগুলি
জমে যায় আকাশে । ।
এই শীতে মজাকরে পিকনিকে চলসব,
পাখিগুলো কোত্থাও করে নাকো কলরব।
চুপিচুপি ঘরে বসে
থাকো আজ তোমরা,
একখানে মজাকরে
গানগায় ডোমেরা । ।
রাত্রিতে দোকানে যায়নাকো খোদ্দার,
দোকানতো বন্ধ ঘরে আছে দোকানদার ।
বাহাদুর বেরোইনা
রাস্তায় রাস্তায়,
কুকুরগুলো খোঁজে কি
যেন খাবে নাস্তায় । ।
এখনিতো বাজল মাত্র সাতটা,
ঘুমিয়ে পড়ল সব নিঃঝুম রাতটা ।