নারী হলো অগ্নিশিখা, মায়াময়ী মমতা,
নারী হলো স্নিগ্ধছায়া, অদৃশ্য ক্ষমতা ।
নারী তুমি সৌরদীপ, আলোকিত করো ভূবন,
বুকের আঁচলে আঁকড়ে ধরে সুধায় ভরাও জীবন ।
নারী তুমি দূর্গা , তুমি অশুভ নাশিনী
নারী তুমি স্রোতস্বিনী ,শ্যামল করো ধরণী ।
নারী তুমি জীবনদায়ী, নারী তুমি অহংকার
এই জগতের মায়াভরা বুকে, দূর্লভ অলংকার ।
নারী তুমি দশভূজা, তুমিই শতরূপা
একাধারে তুমি করুণাময়ী সাগরের গভীরতা ।।
তুমি কারো বোন কারো বা মা
তুমিই ধরিত্রী,
তুমি হও কোমল কখনও কঠিন
তুমিই দরদী ।
মোদের আশা, প্রেম- ভালোবাসা
জননী জন্মভূমি,
মায়ের আঁচল, বন্ধুর পথ
অবাক নারী তুমি ।।