ঝিরিঝিরি আজ বৃষ্টি পড়ে
মাঠ হয়েছে কাদা,
কি করবো ঘরে বসে
বলনা ওরে দাদা ।
মনটা শুধু মাঠের পানে
কেবল থাকে পড়ে,
টিভিটাতেও মন টিকে না
মাঠেরই খপ্পরে ।
পিঙ্কু, ভোলা, নিমাই, কাজল
কেউ কি আসেনি,
নাকি কেবল আমিই একা
মাঠেতে যায়নি ।
বৃষ্টি ঠাকুর আামার কথা
একবারটি শোনো,
বিকেল বেলা আমার মাঠে
এসোনা কক্ষনো ।
মনটা আমার উদাস থাকে
মাঠ বন্ধ হলে,
পড়াশোনায় মন বসে না
মাঠেতে না গেলে ।
মাঠে আমার জীবন বাঁধা
মাঠই আমার প্রাণ,
একদিন ও না যেতে পেলে
মন করে আনচান ।