ঘাসগুলো সব কাঁদছে বসে
বন্ধুরা সব কই ?
চার দেওয়ালে মুখ বুজে সব
পড়ছে কেন বই !
আকাশটা আজ ফরসা করে
তাকিয়ে আছে নীচে,
বন্ধুরা আর আসছে নাতো-
অপেক্ষাই হলো মিছে । ।
মাঠ গুলো সব হারিয়ে যাচ্ছে
ইট সিমেন্টের ভিড়ে,
যেমন গেলো ঠাম্মার হাতের
খই মুড়ি আর চিড়ে । ।
টিউশনের ওই স্যারের চাপে
শুকিয়ে হলাম কাঠ,
ঠিকাদারের ঠিকার দয়ায়
হারিয়ে যাচ্ছে মাঠ । ।
ছেলে মেয়ের মনটা খারাপ
মন লাগেনা পাঠে,
মা বাবারা আজও বোঝে না
“জীবন আছে মাঠে ”। ।