পিষছে পুরুষ যাতাকলে
এই সমাজের হাতে,
পুরুষ মানুষ কেবল কাঁদে
আঁধার ভরা রাতে।
সবার সুখের ঠিকা নিয়ে
জমছে দুখের পাহাড়,
সবার মুখে অন্ন তুলে
ছেড়েছে নিজের আহার।
দিনরাত্রি কাটছে তার
স্বপ্নেরই জাল বুনে,
সবার মুখে হাসি ফুটবে
আনন্দেরই গান শুনে।
স্বজন বন্ধু দূরে সরছে
কিজানি ভুল বুঝে,
পাড়া পড়শি সদাই সজাগ
অকারণেই ভুল খুঁজে।
নিজের ব্যথা দুঃখ কষ্ট
লুকিয়ে রাখে মনে,
সামলে চলে সবার মাঝে
কিযে হয় কোন ক্ষনে।
হায়রে সমাজ দাম দিলোনা
তুচ্ছ করেই যায় ,
আদর করে কেও বলেনা
ভালোআছিস তো ভাই?
আসলে পুরুষ মানুষ জন্ম বোবা
দায় নিয়েই তো আসা,
কষ্ট বাড়ে এটাই ভেবে, বোঝেনা
পুরুষ পুরুষের ভাষা।