কতদিন জিজ্ঞেস করেছিলে
কি কি দিয়েছি তোমায় ?
অনেক চিন্তা করে
মোটামুটি একটা তালিকা তৈরি করলাম।
একটা দেওয়াল জোড়া আয়না দিলাম যে,
রোজ কথা বলো মুখোমুখি,
পেছনেই তো ফ্রেম বন্দী আকাশ
তিন পাট খোলা বিশাল জানালা
মেঘ রোদ্দুর খেলা করে যায় দিনরাত।
সবচেয়ে মূল্যবান যে সময়,
চলে গেলে পৃথিবী লন্ডভন্ড করে
দিলেও আর ফিরে আসে না
দিলাম যে তার কতগুলো ভগ্নাংশ।
বৃষ্টিদুপুর আর রাতকুয়াশার নিঝুম
অন্তমিল জুড়ে জুড়ে যে শৈত্য
নেমে আসে, যা তুমি সহ্য করতে পারোনা
তার নিবারণে উষ্ণতা তৈরী করে
জড়িয়ে রাখা , এক সকাল রোদ ,
তোমাকেই তো দিয়েছিলাম।
বাড়ি,গাড়ি, গয়নাগাটি
অনেকেরই তো থাকে
থাকতে থাকতে আর শিহরণ
জাগায় কি, যতটা জাগায়
এই ফাল্গুনে শকুন্তলা রোডে দাড়িয়ে
চাট খেয়ে, তোমার আঁচলে হাত মুছে ফেলে,
টুক করে দেওয়া একটি গোলাপ গুচ্ছ।