নিশ্ছিদ্র  নিরাপত্তার ঘেরাটোপে
বয়ে চলে শান্তির ললিতবানী।
বন্দুকের নল যদিও  আর ক্ষমতার উৎস নয়
তবু এর বিহনেই আজ শান্তি বিঘ্নিত হয়।    

যেখানে পরমাণু বিস্ফোরিত হয়
বুদ্ধের হাসির আড়ালে।
নদীর জলে ভেসে যেতে যেতে
অগুনতি লাশ আমাদের
আয়না দেখাতে  থাকে, আর
তাতে নিজেদের খুঁজে পেয়ে
সিঁটিয়ে যেতে থাকি, দ্বিধায়।  

করুণাধারায় সিঞ্চিত হোক
দীর্ঘ এ বিশুষ্ক  জীবন,  
আর তার চির  অবাধ্য মনোভূমি।
কোটি সূর্য বিকশিত হলে পরে  
অংকুরিত  অসংখ্য প্রাণের ছোঁয়ায়,
হৃদয় জুড়ে জুড়ে তৈরি হয়ে যায় ,
আদিগন্ত এক সুনীল মানসরোবর ।