পলি জমে জমে একদিন ঠিক
পাথরের গায়ে শেওলা উঠবে জেগে,
মেঘ সরে গেলে ,বৃষ্টিও যাবে থেমে।
মহাজাগতিক রঙে ঢেকে যায়
সব রাগ , সব অভিমান।
ছোট ছোট দুঃখ কথা ,
রোজকার কাটাকুটি যত,
স্রোতস্বীনি এই জীবনজুড়ে
বয়ে যায়, বয়ে যায় ,বয়ে যেতে হয়।
আমার আর কোনো আক্ষেপ নেই
বৃত্তের বাইরেও বহমান যে জীবন ,
তার রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা
প্রাত্যহিকতার ধূলি মেখে গায়ে
পরে থাকে উদাসীন এক পথের সন্ধান।