সন্ধ্যারাগের আগে
গোধূলি মায়ায় জড়িয়ে ছিল
শ্যামল বিকেল খান।
বৃষ্টি থামার পরে
অনেকটা চাঁদ আবছা হয়ে
উঠোনধারে ভেসে আসে
হাস্নুহানার ঘ্রান।
দাওয়ায় আমার মায়ের কোলে
আসনপিঁড়ি হয়ে ,
টিফিন হতো চালভাজা আর
গুড় পাটালি দিয়ে।
সেই দিন ও গেলো , সন্ধ্যে গেলো
সময়নদীর স্রোতে ।
মায়ের ছবি ব্যস্ত এখনো
মহালক্ষীর ব্রতে।।
ছোটবেলা চলে গেলে
দুকূলই ভেঙে যায়।
বড়বেলায় ভাসতে গিয়ে
পায়না কেউই ঠাঁই।।