মৌরিগন্ধা রাত দাহ্য হয়ে উঠে
পোড়ে স্তব্ধ শালবন,
পুড়ে যায় পলাশ জঙ্গল।
তার সাথে মিশে যায়
একরাশ যন্ত্রনা ,বিষাক্ত জোৎস্নায় ।
ভোর আসে রোজকার মতো
সেই সূর্য , সেই পুর্বোদয়।
জোতির্পূঞ্জ ঢেকে যায় ধীরে।
সন্ধ্যার প্রতীক্ষায় বসে থাকি
যদি নেমে আসে
আরেকটিবারের জন্য ,
আমার মৌরিগন্ধা রাত।