সোনার হরিণ খুঁজতে গিয়েছিলাম।
পাহাড় পেরিয়ে ,জলজঙ্গল পার হয়ে
এক সব হারানোর দেশে
পৌঁছলাম যখন
দেখি এক আকাশের পটভূমিকায়
উত্তাল শৃঙ্গে অনেক সবুজ মাখিয়ে
সে দাঁড়িয়ে আছে , স্বর্ণমৃগ।
একটা একটা করে সোনার চাকতি
খুলতে চাওয়া আমি,
বহুদিন তার স্বপ্ন দেখতে দেখতে
রাত্রিজাগরণে ক্লান্ত আমি,
তাকে ছুঁয়ে দেখতেও ভুলে গেলাম।
তার চোখ দুটি , নরম চামড়া মোড়া
আসমানী মায়ায় কেমন করে
আমায় জড়িয়ে নিলো
আর মেঘ সমুদ্র সিঞ্চিত করে উঠে আসা
গলানো সোনায়
ডুবে যেতে যেতে,
মৃগতৃষ্ণায় আকণ্ঠ নিমজ্জিত আমি
এক পাহাড় কুয়াশায় হারিয়ে গেলাম।।
আমার মৃগয়া , কালমৃগয়া হয়ে গেলো।