আমাদের যখন ঘর হবে
শালিখপাখির কিচিরমিচির
একটি আস্ত উঠোন হবে;
সেই উঠোনের একটি কোনে,
অনেক খানি ছায়া বিছানো,
বট কাঁঠাল আর হিজলতলায় ,
সূর্য জাগা সকাল হবে।
সেই সকালে তোমার আমার
হৃদয় জুড়ে শিশিরমোড়া
ঘাসের শ্বাসে গভীরগোপন ,
ছোট্ট একটি কথা রবে।
বানভাসি এই জীবন জুড়ে
আক্ষেপ আর দীর্ঘশ্বাসে ,
বাড়িয়ে দেওয়া হাতগুলো সব
আল্পনায় রং ভরিয়ে দেবে ,
আমার সকাল উঠোন জুড়ে ,
সূর্য জাগা সকাল হবে।