যে পিছুটান দূরত্ব মাপে না
যে স্বপ্ন ভেঙে জন্ম নেয় হাজারটা স্বপ্ন
যে ডাকনাম জানে সব অভিমানী ধার-দেনা
তাদের আটকে রাখতে পারে না, সময়ের ব্যারিকেড।
তবুও বুক পকেটে আটকে রেখেছি শীতের সকাল
কুয়াশা মেখে তুমিও উড়ে যাবে পাখিদের মতো
মনখারাপের অসুখগুলো খুব ছোঁয়াচে জানি
তাও শিশিরের মতো পড়ে আছি অনাদর
আসলে আমরা সবাই পুরানো বই-র পাতা
মলাট উল্টে চলে যায় যারা, তারা ফিরে আসে
পাথরকুচির মতো ফেলে আসা স্মৃতি।