এই সভ্যতা এক নতুন তাসের ঘর
আবেগ জানে কতটা ঠাণ্ডা প্রেমের হিমাঙ্ক

আসলে হাসি মুখে সবাই জীবন্ত লাশ
আমাদের সত্ত্বাগুলো কাঁদছে শুধু কবরে

যেখানে প্রশ্ন করে চোখেদের শাসন
সেখানে অধিকার বলতে শুধুই অবাধ দৃষ্টি

আজ আরো জোড়ে বৃষ্টি নামুক শহর জুড়ে
তোমার চেতনার বাঁধ ভেঙে হোক প্লাবন

আসলে আমরা সবাই কাগজ ফুলের মতো
বৃষ্টির ফোঁটা ঝরিয়ে দিক অভিমান

সব জাহাজ ফিরে আসে না বন্দরে
যেভাবে বলেও কত কথা রয়ে যায় বাকি

ঈশ্বর জানেন কতটা ঠুনকো ভালো মানুষী সাজ
অভিনয় শেষে কে কতটা আদতে ভালো থাকি ।