এখানে চাঁদ হেঁটে যায় একা একা
পূর্নিমার রাতের মতো খোলা মাঠ

ধানের শীষে জ্যোৎস্না ফুটেছে দুপাশে
পাশাপাশি বয়ে গেছে নদী

তুমি নদীর মতো নও
তবু নৌকা ভাসিয়েছি মাঝ বরাবর

চোখের কোণে যতটা স্রোত
অভিমান মেপে ভেসে যাবো ঠিক

বুকের বাঁদিকে সাঁকো পার করে
ফিরে আসার পথ

মুখোমুখি তুমি আমি
তমাল ও পারাং নদীর মিলনস্থল।