আমরা যেরকম হারিয়ে যেতে চেয়েছি
পাহাড়ের কপালে চুমু খেতে খেতে
ছুঁয়ে দেখবো সূর্যোদয় ।
অথচ এরকম ভালোবাসা চায়নি
তোমার ঠোঁট থেকে চুঁইয়ে পড়া বিপ্লব
পাহাড়ের টিলার মতো শক্ত হতে হতে
ভুলে যাচ্ছি আমাদের ফেলে আসা দিন ।
আমাদের পাহাড়ী নদী হওয়ার কথা ছিল
হিমশীতল স্রোতের মতো তোমায় নিয়ে বয়ে যাওয়ার
অথচ আমার কপাল থেকে বয়ে যাচ্ছো তুমি
নদী যেমন খোঁজ রাখে না পাহাড়ের ভালোবাসা
আসলে যারা ফেরার কথা বলে
তাদের চলে যাওয়ার কথা ছিল না ।