তোমার কাছে একটা নদী রেখে যেতে চাই

ঠান্ডা স্রোতের মতো স্মৃতি
এপার ওপার ছুঁয়ে মাঝামাঝি বয়ে যাবে

গভীরতা মাপতে গিয়ে সাঁতার শেখার সখ
ঠিক অবিকল তোমার বুকে ভেসে আছি

আমাকে ভাসিয়ে চলে যাচ্ছো তুমি
যেমন দুর্যোগের বড় বড় ঢেউ
টলোমলো নৌকার মতো আমাদের প্রেম
আমি এখনও নোঙর ফেলতে শিখিনি

অথচ নদী কাছে থাকলে দুঃখ ভুলে যায়
আর দুঃখ পেলে তোমাকেই মনে পড়ে।