ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছি গোধূলির আলো
বাদামি থেকে গাঢ় অন্ধকার হোক তোমার মুখ
চোখে চোখ রেখে তাকিয়ে থাকা আমাদের অভ্যেস
কপালের টিপের মতো যত্নে রাখার সুখ ।
নক্ষত্রের মতো কতটা নিঃস্বার্থ আমাদের হৃদয় ?
তবুও কেউ কেউ আকাশের মতো বাঁচি
মুঠো দরে চুকিয়ে দাও সব বেহিসাবি ঋণ
আমরা বরং মেঘলা বিকেলে রোদ্দুর হতে রাজি ।
কতটা শিশির মাখলে পায়ের নুপুর অভিমানী হয় ?
কতটা ব্যাথায় কাবু দলছুট পাখি ?
আসলে আমরা সবাই বাসি রুমালের মতো
প্রয়োজন শেষে কে বা কাকে মনে রাখি !