স্টেথোস্কোপে শোনা যাচ্ছে না বুক ফাটা কান্না
গনতন্ত্রের ট্যাবলেটে সারবে না এই জ্বর
বুকের বাঁদিকে যেটুকু জমে আছে ব্যাধি
তাও ছিঁড়ে খাবে নির্লজ্জ দুই পেয়ে বর্বর।
যে সমাজে বিবস্ত্র পড়ে থাকে মর্তের দুর্গা
রক্তাক্ত তামাটে শরীরে কে বা দেবে শিউলির ফুল
মোমবাতি হাতে আর কতদিন ? দেবীর আরাধনা
অসুররূপী সমাজের বুকে মারো বিপ্লবের ত্রিশূল।
যদি সহ্যের সীমারেখা বলে কিছু থাকে,
দুকূল ছাপিয়ে উগরে দাও ক্ষোভ।
চিনি চুরির বিচার চেয়ে রাজপথে পিঁপড়ের দল
অপরাধীদের চেয়ে এরা আরও বেশি বেয়াদব।
কিছু কিছু মেরুদন্ডের নিলাম হয় না জানি
শ্লোগানে শ্লোগানে আরও তীব্র হোক জনস্বর।
ঠুনকো সভ্যতার সামনে রেখে দাও সময়ের আয়না
একদিন মানুষের বাচ্চা বলে গালি দেবে শূয়োর।