তাদের উঠোনে একটা পলাশ ফুলের গাছ
আদিবাসী পাড়া

যত কাছে আসছি
বেড়ে যাচ্ছে দূরত্ব
মহুয়া ফলের মতো টিয়া পাখি
খুঁজে পাচ্ছি না পলাশের ভিড়ে

তবু কানে ভাসছে
কুহু কুহু ডাক
বসন্তের মতো নেশা

পলাশ ঝরে যাচ্ছে
মহুয়া ঝরে যাচ্ছে
ধীরে ধীরে কচি পাতা
সবুজ রং - এর।