হাতের মুঠোয় লুকিয়ে রাখা বিকেল
পলাশ রং-এ খেলবো এসো দোল
বাঁচার হিসেব কে কতটা রাখি
তবু মনের ভেতর হাজার ব্যারিকেড
শিরদাঁড়ার বয়স হয় না জানি
চেতনার পথ অভিমানী হয় খুব
বিবেকের তালা লাথি মেরে খোলো
জানি পাল্টা হাওয়া মেপে নেবে ক্ষোভ
এই শহরের কবর যেদিন হবে
খুঁজবো এসে তোমার আমার নাম
মাটির নিচে বুঝবে সেদিন মানুষ
কেমন করে লিখেছি ইতিহাস।