তুমি এসেছিলে
গ্রীষ্মের শেষে প্রথম বর্ষা হয়ে,
বিদির্ণ বক্ষে তোমার স্পর্শ
ফুটিয়েছিল সহস্র ফুল।
তুমি এসেছিলে
ঘুম ভাঙানী পাখির গান হয়ে,
কত শত সকাল তোমার ডাকে
দেখেছি নতুন ভাবে
তোমার হৃদয়ের ভালোবাসা দিয়ে।
তুমি এসেছিলে
হাজার আলোর বন্যা নিয়ে,
শুকনো ভাঙাচোরা হৃদয় তোমার স্পর্শে
দেখেছিল অনেক রঙিন স্বপ্ন।
তুমি এসেছিলে
তুমিই এসেছিলে
ফুটে থাকা ফুল ঝরে পড়েছে
হৃদইয়ের নানান ফাটলে।
রচনা কালঃ- ৯ ই মে ২০১৫