ফুলে ভরা গাছটা
মিষ্টি গন্ধে চারিদিক
হালকা মৃদু বাতাস
ফুলগুলিকে গাছের নীচে
ছড়িয়ে ছিটিয়ে ফেলছে।
তারই নীছে শেকড়ে
বসে আছি আমি
কোনো হারানো স্মৃতিকে;
ফিরে পাবার অপেক্ষায়,
হালকা মৃদু বাতাসে
ঝরে পড়া ফুল
স্পর্শ করছে আমাকে।
জানি ; যা হারিয়েছে
তা কোনোদিন আমার ছিলনা
তাই ফিরে আসবেনা কোনোদিন,
শুধু মনেপড়া কথা
মনকে কাঁদিয়ে তোলে;
অস্তগামী সুর্য তার
শেষ রেশটুকু দিয়ে
গোধূলির দিকে ঢলে পড়ছে।
এই ঢলে পড়া
সুর্য মনে করিয়ে দেয়
জীবনের শেষ মুহুর্তকে,
সেদিন হয়তো এই
অপেক্ষার মুল্য থাকবেনা
দিনের শেষ আলো আর
ঝরে পড়া ফুলের শুকনো পাপড়ির মতো,
মাটিতে মিলিয়ে গেলে
কেউ মনে রাখবেনা
আমার এই অপেক্ষার কথা।
তারিখঃ-২৪/৪/২০১৪