আমি বসে আছি
পথ চেয়ে ঝরে পড়া,
বকুল ফুলের পাশে।
কত হাসি কান্না
মিশে আছে পথের
ধুলায় পড়ে।
অপেক্ষা করছি
তাদের সাথে হাতে,
হাত মিলিয়ে তোমার
আসার পদধ্বনি শুনব বলে।
নিজের মনেই প্রশ্ন করি
কেন তুমি আসতে পারো না ফিরে?
কেন তুমি হাসতে পারো না
আগের মতো করে?
আমি বসে আছি
পথ চেয়ে বয়ে যাওয়া
নদীর জলকনাদের সাথে।
অপেক্ষা করছি
তাদের সাথে হাতে,
হাত মিলিয়ে তোমার
আসার পদধ্বনি শুনব বলে।
তাং-১৪/০১/২০১৭