চোখের সামনে কিছু প্রদীপ
জ্বলতে দেখেছি,
তার মধ্যে কেউ নিভে গেছে
আবার ভেঙে গেছে
আগুনের তাপে।
এমনি কিছু চূর্ন বিচূর্ন হয়ে
যাওয়া প্রদীপ,
জড়ো করে তুলে নিয়েছিলাম হাতের মুঠোয়
হালকা ঝড় সব উড়িয়ে নিয়ে গেল
আমি সেইখানেই;
শূন্য হাতে দাঁড়িয়ে রইলাম জীবনের পথে
হারিয়ে যাওয়া,
টুকরো গুলো মাঝে মাঝে ভেসে বেড়ায়
ঝড়ের আর বাতাসের সাথে
মিশে গিয়ে।
আর কোনোদিন জ্বলে উঠবেনা
মনের কোনে,
আঁধারকে সরিয়ে স্বপ্নের আলো
আসবেনা ভাঙা মনের
জানালা দিয়ে।
রচনাঃ১৫/৫/২০১৪