=====(১)=====
জীবন ছিল এলোমেলো
হৃদয় ছিল ম্লান,
বন্ধু ছিল দুঃখগুলি
হৃদয় করে খান।
জীবন ছিল এলোমেলো
হাসি ছিল ম্লান,
হাজার কষ্ট সয়েছি
আসেনি চোখের-নদীতে বান।
স্বপ্ন ছিল শুধুই কালো
প্রদীপ খানি ম্লান,
জীবন ছিল হতাশ-পূর্ন
আর দুঃখের উপাখ্যান।
জীবন ছিল বন্ধু-হারা
বিশ্বাসের ছিলনা স্থান,
দুঃখ ছিল পসরা-সাজিয়ে
হৃদয় করে খান।
অশ্রুভরা চোখের দিকে
কারোর ছিলনা ধ্যান,
জীবন ছিল এলোমেলো
মুখের হাসি ম্লান।
=====(২)=====
তোমার স্পর্শে জীবন-খানি
পূর্ন হল শখী,
হতাশা আর-নেই মনে
তোমারই নাম জপি।
হৃদয়খানা জুড়েছে আজ
তোমার মধুর বচনে,
সুখের প্রদীপ জ্বালিয়েছ
তুমি আমার হৃদয়-উঠনে।
তোমার হাসির উজ্জ্বলতায়
হয়েছে রাতের অবশান,
তোমার হাতেই নিহত
আজ দুঃখগুলি ম্লান।
কষ্ট-ঝেড়ে হৃদয় তোমায়
দেবী করেছে জ্ঞান,
পূজারী হয়েই থাকব
এটুকু দাও-আমায় মান।
জীবন নেই এলোমেলো
হৃদয় নেই ম্লান,
তোমার পদধ্বনিতে আজ
দুঃখগুলি খান খান।
==============
তারিখঃ - ০৫.০৪.২০২০
==============