জানো
কাল বাজার থেকে
একটা খাম কিনেছি
তোমায় চিঠি লিখব বলে,
অনেক কথা না লেখা
রয়ে গেছে জমাট বাঁধা
মনের মধ্যে স্তুপিকৃত হয়ে,
আজ সাহস করে লিখব বলে
কলম ধরেছি; সময় কি হবে তোমার
পড়ে দেখার?
জানো
তোমার লাগানো সেই
গোলাপ চারা শুকিয়ে গেছে,
শুধু জীর্ণ শরীরটা
লেগে রয়েছে মাটির সাথে।
জানো
অনেক ব্যস্ত থাকো আমি
একাজ সেকাজ এখান সেখান
যাবার মাঝে সময় তো নেই,
তাই আজ ও লেখা হলনা
না লেখা কথাগুল রয়ে গেল
ডাইরির পাতার মাঝে পড়ে
থাকা গোলাপের মতই।
জানো
কাল বাজার থেকে
একটা খাম কিনেছি
তোমায় চিঠি লিখব বলে।
তারিখঃ ১০/০৪/২০১৫