চাই না আমি
আর থাকতে অন্তরালে,
চাই যে আমি
ভোরের আলোর মতো
তোমার সারা অঙ্গে ঝরে পড়তে;
চাই না আমি
আর থাকতে অন্তরালে।
চাই যে আমি
তমায় দুচোখ ভোরে দেখতে,
চাই যে আমি
জলের মতো স্বচ্ছ হৃদয়ে
শুধু তোমার ছবি আঁকতে,
চাই না আমি
আর থাকতে অন্তরালে।
চাই যে আমি
পূর্ণিমা রাত্রে জ্যোৎন্সা হয়ে
তোমায় স্নান করাতে,
চাই যে আমি
শীতের সকালে শিশির হয়ে
তোমায় জড়িয়ে ধরতে,
চাই না আমি
আর থাকতে অন্তরালে।


তারিখঃ৩০/০৮/২০১৪

কবিতার হৃদয়প্সর্শী অনুভুতিগুলি আমার প্রিয়তমা  সুনিতাকে দিলাম।