টাপুর টুপুর
সুমন মুখোপাধ্যায়
-----------------

টাপুর টুপুর
বিষন্ন দিন,
গহন মেঘে
মুক্ত স্বাধীন।

ঘুমন্ত মুখ
শাপলা শালুক,
জীবন যাপন
কয় ফোঁটা সুখ।

রক্তে নাচন
বন্য ঘোড়ার -
অগ্নিশিখায়
কৃষ্ণচূড়ার।

চমক ভাঙ্গা
রোদ্দুর, দূর -
দমকা হাওয়া
স্বপ্নের সুর।

শিরায় শিরায়
আন্দোলন,
সোহাগ ভরা
আলিঙ্গন।

চিকন ছায়া
সবুজ পাতা,
মুক্তদানার
মালা গাঁথা।

মনের মাঝে
ব্যাকুল ঢেউ,
ঘরে বা আজ
বাইরে কেউ।

সোঁদা গন্ধ
মাতাল মন,
টাপুর টুপুর
সারাক্ষণ।

সুমু