শ্বেত বিন্দু
সুমন মুখোপাধ্যায়
--------------------------

মস্তিষ্কের সুক্ষ্ম বিশ্লেষণে পাওয়া এক শ্বেত বিন্দু, হঠাৎ করে জীবন যাত্রা বদলে দেয়।

শিরদাঁড়ায় বইয়ে দেয়, এক হিম শীতল প্রবাহ।

বন্ধু, প্রিয়জন কে বিচলিত করে,

সুতো ছিঁড়ে যাওয়া কোন আত্মীয় আবার কাছে এসে, বলে,
" তুমি ভাল আছ তো ? "

এক শ্বেত বিন্দু ভাবতে শেখায় জীবন কে নতুন করে।

বাঁচার ইচ্ছে এত উদগ্র হয়, জানা ছিল না।

এখন মৃত্যু দরজায় কড়া নাড়লে, উপায় খুঁজি তাকে বলার,
"একটু রোসো ! এখনো সময় হয় নি। জীবন টা একটু উপভোগ করি।"

যেদিন পৃথিবীর রঙ, রূপ, গন্ধ  বিবর্ণ হবে,

যেদিন ভাললাগার স্পর্শ মস্তিস্কে গিয়ে স্ফুলিঙ্গ তৈরি করবে না,

যেদিন পঞ্চ ঈন্দ্রিয় আর সাড়া দেবে না,

যেদিন সুন্দরীর বিভঙ্গ আর তরঙ্গ তুলবে না হৃদয়ে,

সেদিন যেন শেষ জীবনের আগল খুলে বলতে পারি,

"হে বিধাতা,
আমি প্রস্তুত।
এবার এসো।
আমায় গ্রহণ করো।"
যাই সেই নতুন দেশে। "


সুমু